News & Press Release

  দেশের উন্নয়ন, অধিকার প্রতিষ্ঠার ধারা যুবসমাজকে এগিয়ে নিতে হবে : ওমর ফারুক চৌধুরী

বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী বলেছেন, আজ যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হচ্ছে এক সংঘাতময় রাজনৈতিক পরিবেশে। যুদ্ধাপরাধীদের বিচার বানচাল এবং গণতন্ত্রকে নস্যাৎ করার অপচেষ্টায় যখন মত্ত বিএনপি-জামায়াত, যখন নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে নৈরাজ্যে মরিয়া যুদ্ধাপরাধী গোষ্ঠি, যখন হরতালের নামে চলছে হত্যা, নাশকতা, জ্বালাও-পোড়াও, ক্ষমতার লোভে চলছে লাশের উৎসব, এরকম পরিস্থিতিতে দেশের উন্নয়ন, অগ্রযাত্রা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার ধারা এগিয়ে নিতে এদেশের যুবসমাজকে আবার ঐক্যবদ্ধ হতে হবে, নিতে হবে যথাযথ ভূমিকা। গতকাল ১১ নভেম্বর ছিল বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪১ তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে সংগঠনটির চেয়ারম্যান বঙ্গবন্ধু এভিনিউয়ে এসব কথা বলেন।

ওমর ফারুক চৌধুরী বলেন, বাংলাদেশের প্রতিটি সংকটে এদেশের যুবসমাজ যোগ্যসাহসী ভূমিকা রেখেছে। এখন যুব সমাজকে আবার ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে গণতন্ত্র বিনাশী ষড়যন্ত্রের বিরুদ্ধে। রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে ‘জনগণের ক্ষমতায়ন’ দর্শন বাস্তবায়নে আজ যুবসমাজকে শপথ নিতে হবে। নৈরাজ্যের বিরুদ্ধে গড়ে তুলতে হবে প্রতিরোধ। ৫২, ৬৯, ৭১ এর মতোই যুবসমাজকে আজ রুখে দিতে হবে অপশক্তির ষড়যন্ত্র। তাই যুবসমাজের জাগরণের শক্তিকে স্মরণ করতেই বাংলাদেশ আওয়ামী যুবলীগের এই প্রতিষ্ঠাবার্ষিকী।

বাংলাদেশ বিশ্বের উদীয়মান রাষ্ট্র উল্লেখ করে তিনি আরো বলেন, বিভিন্ন সীমাবদ্ধতা ও ব্যর্থতার পরও এই দেশটির লক্ষণীয় উন্নতি সাধিত হয়েছে। আগামী ৫ বছরের মধ্যে এদেশ বিশ্বের ৩০টি অর্থনৈতিক ক্ষমতাশালী দেশের মধ্যে একটি দেশ হবে।

খ্যাতিমান যুবনেতা ওমর ফারুক চৌধুরী বলেন, গত এক দশকে দেশটির অভাবনীয় উন্নতি হয়েছে। ৮৭টি উন্নয়নশীল দেশের মধ্যে বাংলাদেশই সেরা। দেশটির সব সূচকেই উন্নয়নের লক্ষণ সুস্পষ্ট। এটি আসলেই উন্নয়নের মডেল। বাংলাদেশ মানব উন্নয়ন সূচকে সর্বাধিক ২ দশমিক ০৩ পয়েন্ট অর্জনকারী। বাংলাদেশ এখন কেবল প্রাকৃতিক দুর্যোগের সময়ে আলোচিত এক দেশ নয়। বরং এটি নতুন উন্নয়ন ও অগ্রগতির এক মডেল। প্রশ্ন হল এটি কীভাবে সম্ভব হল। কীভাবে দারিদ্র পীড়িত দেশ জেগে উঠল। এর সহজ উত্তর হল, নেতৃত্ব। বাংলাদেশ সব অর্থনৈতিক ও রাজনৈতিক তত্ত্বকে ভুল প্রমাণ করে জেগে উঠেছে। কারণ তার নেতৃত্বের জন্য। একটি সঠিক নেতৃত্বের মূল দর্শন হল জনগণের নেতৃত্ব, জনগণের ক্ষমতায়ন।

স্পষ্টবাদী রাজনীতিক ওমর ফারুক চৌধুরী বলেন, একটি জনবান্ধব, কল্যাণকামী রাষ্ট্রের ভিত্তিমূল হল জনগণের অধিকার প্রতিষ্ঠা, জনগণের ক্ষমতায়ন। এজন্য যুব সমাজের জন্য গুরুত্বপূর্ণ হল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার জীবন ও দর্শন সম্পর্কে জ্ঞান অর্জন। এ লক্ষ্যে যুবলীগ দুটি গ্রন্থ প্রকাশ করেছে। ২০১২ সালে জনগণের ক্ষমতায়ন দর্শনের উপর একটি বর্ণাঢ্য গ্রন্থ প্রকাশিত হয়। যার শিরোনাম ছিল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার দর্শন। এ বছর রাষ্ট্রনায়ক শেখ হাসিনার জীবন ও সংগ্রাম নিয়ে আরেকটি গ্রন্থ প্রকাশিত হচ্ছে। এসব গ্রন্থ পাঠ করলে কেবল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার জীবন ও দর্শন সম্পর্কেই জানা যাবে না। এ গ্রন্থ দুটি বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামের এক চলমান চিত্র।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে যুবলীগ বিভিন্ন কর্মসূচী পালন করেছে। কর্মসূচির মধ্যে ছিল সকাল ৮ টায় ধানমন্ডির ৩২ নং এর বঙ্গবন্ধু ভবনের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন। সকাল সাড়ে ৮ টায় বনানী কবরস্থানে যুবলীগের প্রতিষ্ঠাতা শহীদ শেখ ফজলুল হক মনি ও ১৫ আগস্টের সকল শহীদের কবরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন।

যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদ এর নেতৃত্বে এসময় আরো উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য শহিদ শেরনিয়াবাদ, সিরাজুল ইসলাম মোল্লা, মো. ফারুক হোসেন, মাহবুবুর রহমান হিরন, আতাউর রহমান, এনায়েত কবির চঞ্চল, আবুল বাসার, মোহাম্মদ আলী খোকন, মো. আনোয়ারুল ইসলাম, ইঞ্জিনিয়ার নিখিল গুহ, মোতাহার হোসেন সাজু, নুরুনবী চৌধরী শাওন, যুগ্ম-সম্পাাদক মাহিউদ্দিন আহমেদ মহি, মঞ্জুরুল আলম শাহিন, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন মাহমুদ জাহিদ, ফারুক হাসান তুহিন, আজাহার উদ্দিন, আসাদুল হক আসাদ, দপ্তর সম্পাদক কাজী আনিসুর রহমান, সম্পাদক শহিদ সুভাষ চন্দ্র হাওলাদার, বাবুল আক্তার বাবলা, উপ-সম্পদাক শেখ বোরহান উদ্দিন বাবু, কাজী নাসিম আল মোমিন রূপক, ইকবাল মাহমুদ বাবলু, দিলীপ সরকার, মো. রফিকুল ইসলাম চৌধুরী, মোঃ শামছুল আলম অনিক, অধ্যাপক মেহেদী হাসন, জেসমিন শামিমা নিঝুম, ডা. মো. হেলাল উদ্দিন, মো. ইসলাম, নিজামুদ্দিন চৌধুরী পারভেজ, জাকিয়া সুলতানা শেফালী, সহ-সম্পাদক মো. রফিকুল ইসলাম, মোয়াজ্জেম হোসেন, শামীম আল সাইফুল সোহাগ, নির্বাহী সদস্য কায়কোবাদ ওসমানি, রওশন জামির রানা, অ্যাড. মোহাম্মদ আলী প্রমুখ।

যুবলীগের মূলনীতি, বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের মূলমন্ত্র গণতন্ত্র, শোষণমুক্ত সমাজ অর্থাৎ সামাজিক ন্যায়বিচার, জাতীয়তাবাদ, ধর্ম নিরপেক্ষতা অর্থাৎ সকল ধর্মের মানুষের স্ব-স্ব ধর্ম স্বাধীনভাবে পালনের অধিকার তথা জাতীয় চার মুলনীতিকে সামনে রেখে বেকারত্ব দূরীকরণ, দারিদ্র দূরীকরণ, দারিদ্র বিমোচন, শিক্ষা সম্প্রসারণ, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপদান, অসাম্প্রদায়িক বাংলাদেশ ও আত্মনির্ভরশীল অর্থনীতি গড়ে তোলা এবং যুবসমাজের ন্যায্য অধিকারসমুহ প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৭২ সালের ১১ নভেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে এদেশের যুব আন্দোলনের পথিকৃৎ শহীদ শেখ ফজলুল হক মনি বাংলাদেশ আওয়ামী যুবলীগ প্রতিষ্ঠা করেছিলেন।


 .....................................................................................................................................................................



 নির্বাচনি ইশতেহারে ছিল ২০১৩ নাগাদ ৭০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে, জণনেএী শেখ হাসিনার বিদ্যুৎ উৎপাদন বর্তমানে ১০০০০ মেগাওয়াট এর অধিক , হবে আর আশবে আরো অনেক কিছুই............... নৌকার সাথেই থাকুন ।


......................................................................................................................................................................




গর্জে ওঠো আবারও
পেছনে ফেলে সামনে বাড়ো
জয় বাংলা,জয় বাংলা বলে আগে বাড়ো . . .

এগিয়ে যেতে চাই ........
আমরা পিছিয়ে যেতে চাই না

জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
 
 
 
.............................................................................................................................................................................................................................


প্রধানমন্ত্রী শেখ হাসিনা রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র
প্রতিষ্ঠার বিরোধীদের দাবি প্রত্যাখ্যান করে পুনরায় জোর
দিয়ে বলেছেন, তাঁর সরকার বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন
‘সুন্দরবন’র ক্ষতি হয় এমন কোন কাজ করবে না।
এই বিদ্যুৎ কেন্দ্রের বিরোধিতাকে উন্নয়নের বিরুদ্ধে ষড়যন্ত্র
হিসেবে আখ্যা দিয়ে তিনি বলেন, একশ্রেণীর লোক শুধু ষড়যন্ত্র
পাকায় এবং সবসময় গুজব ছড়ায়।
‘আওয়ামী লীগের আমলেই সুন্দরবন বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি লাভ
করে’ উল্লেখ করে শেখ হাসিনা বলেন, রামপালে ১ হাজার ৩২০
মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র সুন্দরবনের কোন প্রকার
ক্ষতিসাধন করবে না।
আজ এখানে শ্রীফলতলা হাইস্কুল মাঠে স্থানীয় আওয়ামী লীগ
আয়োজিত এক বিশাল জনসমাবেশে ভাষণকালে প্রধানমন্ত্রী এই
বিদ্যুৎ প্রকল্পের প্রতি কোনরূপ বাধা সৃষ্টি না করার জন্য
স্বার্থান্বেষী মহলের প্রতি আহ্বান জানান।
শেখ হাসিনা বলেন, ‘আমাদের লক্ষ্য হচ্ছে জনগণের জন্য কাজ করা।
দেশে আরো ৭টি কয়লাচালিত বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে। এসব
বিদ্যুৎ কেন্দ্র জনগণের দুর্দশা লাঘবে সহায়ক হবে।’
তিনি বলেন, ভারতের সহায়তায় রামপালে কয়লা ভিত্তিক বিদ্যুৎ
কেন্দ্র বাস্তবায়িত হলে এই এলাকায় আরো শিল্প-
কারখানা গড়ে উঠবে। এতে নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ
সৃষ্টি হবে।
প্রধানমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত জোট তাদের
শাসনামলে বাংলাদেশকে বিশ্ব দরবারে সন্ত্রাসীদের রাষ্ট্র
হিসেবে পরিচিত করেছিল। তারা কেবল সবকিছু আত্মসাত করতে জানে,
কেবল জনগণকে কিছু দিতে জানে না।
বর্তমান সরকারের বিভিন্ন সাফল্য ও উন্নয়ন কর্মকাণ্ড
তুলে ধরে তিনি জনগণের প্রতি জাতিকে আরেকবার সেবা করার
সুযোগদানের জন্য আওয়ামী লীগকে পুনরায় ভোট দেয়ার আহ্বান
জানান।
 
 
.............................................................................................................................................................................................................................
 
 
 
 
বঙ্গবন্ধুর পাশে মুক্তিযুদ্ধকালীন সেনাপ্রধান
জেঃ আতাউল গণি ওসমানী !!

জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।

 
.............................................................................................................................................................................................................................
 
 
 
 
 
নৌকা মানে বাঙালি, নৌকা মানে বাংলাদেশ।

নৌকায় ভোট দেওয়া মানেই বাংলাদেশের অগ্রযাত্রা ,
উন্নয়নের ধারাবাহিতার নিশ্চয়তা

জয় বাংলা বলে আগে বাড়ো !

এগিয়ে যেতে চাই ........
আমরা পিছিয়ে যেতে চাই না

নৌকা মানে উন্নায়ন,

নৌকা মার্কায় ভোট দিন,
দেশ গড়ায় অংশ নিন,

জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
 


.............................................................................................................................................................................................................................
 
 
 

 
 "BANGLADESH AWAMI LEAGUE..JOY BANGLA JOY BONGOBONDHU
আওয়ামী লীগ যে কথা দেয় সে কথা রাখে,আপনারা শান্তিতে আছেন
আমরা জঙ্গিবাদ দূর করেছি , মানুষের জীবনে শান্তি নিরাপত্তা আমরা ফিরিয়ে দিয়েছি------ '' প্রধানমন্ত্রী শেখ হাসিনা"
 
 
 ............................................................................................................................................................................................................................
 

 
 
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরুধে গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি ৫ হাজার ৩০০ টাকা দিতে রাজি হয়েছে তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ।
আজ বুধবার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে এক বৈঠকে এ সিদ্ধান্ত মেনে নেন পোশাকশিল্পের মালিকেরা।


..............................................................................................................................................................................................................................





চট্টগ্রাম মহানগর ও মাদারীপুর জেলা আওয়ামী লীগের কমিটি গঠিত
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মাননীয় জননেত্রী শেখ হাসিনা এমপি, আজ,আলহাজ্ব এবিএম মহিউদ্দিন চৌধুরীকে সভাপতি ও আ. জ. ম নাসির
উদ্দিনকে সাধারণ সম্পাদক, চট্টগ্রাম মহানগর এবং

শাহাবুদ্দিন আহমেদ মোল্লাকে সভাপতি ও শ্রী কাজল কৃষ্ণ দে’কে সাধারণ সম্পাদক করে মাদারীপুর জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেছেন।

 
বাংলাদেশ আওয়ামী লীগ
২৩ বঙ্গবন্ধু এভিনিউ, ঢাকা
তারিখ : ১৩ নভেম্বর ২০১৩
প্রেস বিজ্ঞপ্তি

জয় বাংলা... জয় বঙ্গবন্ধু ।
 
 
..............................................................................................................................................................................................................................


২০২১ সালের মধ্যে ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত বাংলাদেশ !!
গড়ে তুলবো দুখী মানুষের মুখে হাসিঁ ফোটাবো !!
পিতার মত যদি রক্ত দিতে হয় !!
আমি সেই রক্ত দিতেও প্রস্তুত আছি !!


প্রধানমন্ত্রী শেখ হাসিনা____


..............................................................................................................................................................................................................................
 
 
 
 
 
 
 
নেতা হতে নয়,জনগনের সেবা করতে এসেছি
____তরুন প্রজন্মের অহংকার
সজীব ওয়াজেদ জয়_____
জয় বাংলা... জয় বঙ্গবন্ধু ।
 
 
..............................................................................................................................................................................................................................







মাটি ও মানুষের নেতা শান্তি উন্নয়ন ও
গণতন্ত্রের অবিসাংবদিত বিশ্ব নেতা

দেশরত্ন শেখ হাসিনা.. তুমি বাংলা ও বাঙালীর অহংকার
"'নৌকা মার্কায় ভোট দিন সোনার বাংলা উপহার নিন'"

সকল ভেদাভেদ ভুলে আসুন সবাই জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করি।

জয় বাংলা... জয় বঙ্গবন্ধু ।


................................................................................................................................................................................................................................ 



 
 
 
বিরোধী দল ও সুশীল সমাজ সংবিধান সম্পর্কে মিথ্যা তথ্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করছে। তাদের লক্ষ্য একটাই, ক্ষমতায় আসা। আজ দুপুরে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আইনজীবীদের সঙ্গে মতবিনিময়কালে সজীব ওয়াজেদ জয় একথা বলেন.

তিনি আরো বলেন ৭৫ এর পর এ দেশে বৈধ ও আইনগতভাবে কোনো নির্বাচন হয়নি। শুধু ২০০১ সালে আওয়ামী লীগের আমলে বৈধভাবে নির্বাচন হয়েছে। গণতান্ত্রিক দেশে এক মুহূর্তেও অসাংবিধানিক সরকার আসতে পারে না। জয় আরও বলেন, আওয়ামী লীগ কোনো দিন সংবিধান লঙ্ঘন করেনি। ক্যান্টনমেন্ট থেকে যে দলের জন্ম হয়েছে, তারাই সংবিধান লঙ্ঘন করেছে। তিনি বলেন, ‘আমরা দেখেছি বিএনপি যখনই ক্ষমতায় এসেছে, তখনই নির্বাচনে কারচুপি করেছে। আমরা কখনোই নির্বাচনে কারচুপি করিনি। বিএনপি সংবিধানে যতগুলো সংশোধনী এনেছে, তার সবগুলোই অবৈধ। আমরা আর সেদিকে যেতে চাই না।
 
 
................................................................................................................................................................................................................................






তারেক জিয়ার প্রশ্ন ও তার উত্তর
১।জঙ্গি হামলা এড়াতে গাড়িগুলো অন্য রাস্তা দিয়ে যাওয়ার সময় যদি আগুন দেয়া হয়।
২।পুলিশ গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলোতে থাকে, (তারেক সাহেবের জানারও কথা না, কারন অনেক দিন তো দেশে নাই) হামলা গুলো হচ্ছে চোরা গুপ্তা জঙ্গি স্টাইলে , পরিকল্পিত ভাবে। যারা এর শিকার হয়েছে তারা জানে , ঐ জঙ্গিরা ১মিনিটের কম সময়ে ঘটনা ঘটায়। আর সাংবাদিকদের আপনার দলের লোক ডেকে আনে ফুটেজ নিতে, জনগণ বিচ্ছিন্ন বিরোধী দল নেতাদের নিজেদের পারফর্মেন্স তো শো করতে হবে। আর তারা তো এখন পোস্টার , ফেইস বুক, মিডিয়া ছাড়া কিছু করতে পারেনা।

উত্তর ৩ ঃ তারেক সাহেব কি নেতা কর্মী পাচ্ছেন না ? এত আততায়ী ধরা পরছে , নাকি আপনি আইন শৃংঙখলা বাহিনীকে উস্কাচ্ছেন, আরও কেন ধরেনা।
আমাদের প্রশ্ন-
১। আর কত মিথ্যা অপপ্রচার চালাবেন?
২। আর কত মানুষ কে মারবেন ?
৩। আর কত দেশের অর্থনীতির ১২ টা বাজাবেন ?

পরিশেষেঃ তরুণ সমাজ সচেতন , আগে যা করছেন ভুলে জান। আপনাদের দিন শেষ, অপ্প্রচারের দিন খতম। আপনার পরিবারের গড় শিক্ষার হার না বাড়লেও দেশের শিক্ষিতের হার কিন্তু অনেক বাড়ছে।
 
 
 
................................................................................................................................................................................................................................
 
 

 
 
 হরতালে মানুষ পোড়ানো বন্ধ করতে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘প্রয়োজনে বাবার মতো বুকের রক্ত দিয়ে বাংলার মানুষের অধিকার প্রতিষ্ঠা করব, এই ওয়াদা করছি।
’ গোপালগঞ্জের কোটালীপাড়ায় জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা

No comments:

Post a Comment